KRY INTERNATIONAL-এ ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা
সম্মানিত গ্রাহক,
আপনি আমাদের কাছে ক্রেডিট কার্ডের মাধ্যমে খুব সহজেই ইন্সটলমেন্টের মাধ্যমে মোবাইলফোন সহ যেকোন গ্যাজেড এক্সোসোরিস ক্রয় করতে পারবেন। আমাদের কাছে সর্বোনিম্ন ১০,০০০/- টাকা থেকে শুরু করে যেকোন অংকের টাকার উপর EMI করতে পারবেন।
এজন্য যা যা প্রয়োজন হবেঃ
- আমাদের নিম্নক্ত তালিকায় থাকা যেকোন একটি ব্যাংকের ক্রেডিট কার্ড লাগবে।
- কার্ডের নির্দিষ্ট পরিমান লিমিট থাকা লাগবে যত টাকার উপর আপনি EMI করাতে চান ঐ পরিমান লিমিট থাকতে হবে।
- আপনি যদি আপনার বন্ধু বান্ধব কিংবা অন্য কারো ক্রেডিট কার্ড দিয়ে EMI করতে চান সেক্ষেত্রে তার অনুমতি সাপেক্ষে তার কার্ডের পিন নাম্বারটি জেনে আসতে হবে।
EMI চার্জ কত?
আপনি আমাদের কাছে থেকে ৬মাস এবং ১২মাসে EMI করাতে পারবেন।
- ৬ মাসের জন্য ৮.৫% চার্জ হবে।
- ১২ মাসের জন্য ১২.৫% চার্জ হবে।
[নোটঃ পন্যের দামের ঊপর % যোগ হবে সেটা এক বা একাধিক পন্যের মোট মূল্যের উপর হতে পারে, আপনার ক্রেডিট কার্ডের লিমিটের উপর ভিত্তি করে একাধিক পন্য আপনি নিতে পারবেন]
আপনি EMI করেতে চাচ্ছেন কিন্তু আপনার হাতে কার্ড সহকারে শপে আসার মত সময় হয়ে উঠছে না? চিন্তার কোন কারণ নেই, আপনি আপনার অফিস এসিস্টেন্ট অথবা আপনার বন্ধু বান্ধবকে আপনার কার্ড সহকারে আমাদের শপে পাঠিয়ে দিয়ে EMI করিয়ে পন্য কিনতে পারবেন।
ব্যাংক তালিকাঃ
- South-East bank Limited
- The City Bank Limited
- Standard bank Limited Standard
- Chartered Bank (SCB)
- Mutual Trust bank Limited
- Eastern Bank Limited (EBL)
- Lanka Bangla Finance Bank
- Asia Limited Dhaka bank Limited
- Meghna bank Limited
- Jamuna bank Limited
- Shahjalal Islami Bank Limited
- National Credit & Commerce Bank Limited (NCC)
- NRB Bank Limited NRBC Bank Limited
- South Bangla Agriculture Bank (SBAC)
- Midland Bank Limited
- United Commercial Bank (UCB)
- Brac Bank Limited
- Dutch Bangla Bank Limited (DBBL)
EMI করানোর সময় আপনাকে যেটা অবশ্যই যেটা বুঝে নিতে হবেঃ-
EMI করানোর পর পরই আপনাকে দুইটি স্লিপ দেয়া হবে রিসিপ্ট হিসেবে। একটি হচ্ছে পজের স্লিপের কাস্টমার কপি, আরেকটি EMI ফর্মের কাস্টমার কপি। এই দুইটি কাগজ অবশ্যই বুঝে নিবেন। বর্তমানে কিছু কিছু ব্যাংক কার্ড পজ করার সময়ই EMI অপশন প্রোভাইড করে থাকে, EMI করানোর জন্য বাড়তি কোন ফর্মের প্রয়োজন পরে না। এর একটি সুবিধা হলো সাথে সাথেই EMI প্রোসেস হয়ে যায় একসাথে পুরো বিল চলে আসার হ্যাসেল পোহাইতে হয় না। এরকম স্মার্ট মেসিনে পজ করে EMI করানো হলে শুধুমাত্র ১ টি স্লিপের কাস্টমার কপি আপনাকে দেয়া হবে। এবং আপনি সেট অবশ্যই আমাদের কাছ থেকে বুঝে নিবেন। পরবর্তী যেকোন সার্ভিসের জন্য এই দুইটি/একটি কাগজ আপনার কাছে চাওয়া হবে।
আপনি যদি আমাদের কাছে EMI করানোর পর যেকোন সমস্যার সম্মুখিন হনঃ-
যেমনঃ আপনি EMI করানো সত্ত্বেও পরের মাসে পুরো বিলটা এক সাথে চলে আসছে সেক্ষেত্রে আপনার করনীয় কি? সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটস্অ্যাপ নাম্বারে আপনার EMI স্লিপ টির ছবি তুলে পাঠিয়ে দিতে হবে এবং আমাদের ইনফম করতে হবে আপনার EMI টি যে সম্পন্ন হয়নি সেই বেপারে। আপনি Whatsapp স্লিপ এর ছবি পাঠানোর পর দুই ভাবে আমাদেরকে ইনফম করতে পারেন।
- আমাদের Whatsapp নাম্বারঃ +8801707545044
- আমাদের হটলাইনে সরাসরি কল করেঃ +8801707545044 |
- বসুন্ধরা মেইন ব্রাঞ্চ আমাদের পেজে সরাসরি ম্যাসেজ দিয়ে ইনফম করতে পারবেন ক্লিক করুনঃ Page-Link
নোটঃ আপনি যদি আমাদের মেইন ব্রাঞ্চ ব্যাতিত অন্য কোন ব্রাঞ্চ থেকে EMI করিয়ে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে হবে।
এছাড়াও আমাদের কাছ থেকে আপনি কার্ড ছাড়া সহজ কিস্তির মাধ্যমে পন্য কিনতে পারবেন, সহজ কিস্তির সকল নিয়মাবলি জানতে এখানে ক্লিক করুন