ক্রেডিট কার্ড ছাড়া সহজ কিস্তির মাধ্যমে পন্য কেনার সুযোগ
সম্মানিত গ্রাহক, আপনি এখন থেকে আমাদের কাছে পাচ্ছেন কোন প্রকার ডেবিট/ক্রডিট কার্ড ছাড়াই সহজ কিস্তির মাধ্যমে পন্য কেনার সু্যোগ। নিম্নে উল্লেখিত কিছু কাগজ পত্র জমাদানের মাধ্যমে আপনি আমাদের কাছে থেকে ৬ থেকে ১২ মাস পর্যন্ত এই সেবা গ্রহন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কিছু চার্জ যোগ হবে, চার্জের পরিমানঃ
- ৩ থেকে ৬ মাসের জন্য ১০% যোগ হবে।
- ৬ থেকে ১২ মাসের জন্য ১৫% যোগ হবে।
এই সেবা আপনি আমাদের মেইনব্রাঞ্চ বসুন্ধরাসিটি শপিংমলের লেভেল ৫, ব্লক- সি, শপ ৫৫-৬৬ নাম্বার শপে থেকে পাবেন। পরবর্তীতে আমরা আমাদের সকল ব্রাঞ্চের জন্য করবো ইনশাআল্লাহ্। এই সেবা গ্রহনের জন্য কিছু পর্যায়ক্রম অনুসরণ করতে হবে। প্রথমে নিম্নে দেয়া গুগল ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরন করতে হবে। ফর্মটি পূরণ করার পর আমাদের EMI টিমের পর্যালোচনা (রিভিউ) এর জন্য অপেক্ষা করতে হবে। আমাদের EMI টিম আপনার সাথে ফরমে দেয়া আপনার ফোন নাম্বারে ৭ থেকে ১০ দিনের মধ্যে যোগাযোগ করবে। এরপর আপনার সাথে ডিটেইলস আলোচনার পর, আপনার মাসিক আয় ব্যায়ের এবং আলোচিত সার্বিক বিষয়াদির উপর ভিত্তি করে একটি পরিমান নির্ধারন করে দিবে। উক্ত নির্ধারিত সর্বোচ্চ পরিমান টাকার ভিতরে আপনি এক বা একাধিক পন্য আমাদের কাছে থেকে নিতে পারবেন। আপনার সাথে যোগাযোগের সময়ই আপনাকে একটি দিন বা তারিখ নির্ধারণ করে দিবে উক্ত তারিখের পর যেকোন একদিন প্রয়োজনীয় কাগজ পত্র সহকারে আমাদের শপে এসে পন্য নিয়ে যেতে পারবেন। যারা ঢাকার বাইরে থাকেন কিংবা ঢাকার ভিতরেই থাকেন কিন্তু শপে সরাসরি আসতে পারবেন না তারা অনলাইন অর্থাৎ কুরিয়ারের মাধ্যমেও পন্য নিতে পারবেন, আর ডকুমেন্টস্ গুলো আমাদের হোয়াটস্অ্যাপে পাঠিয়ে দিতে পারবেন। আপনাকে পন্য নেয়ার সময় সর্বোমোট মূল্যের ১০% প্রথমেই পরিশোধ করতে হবে অর্থাৎ ডাউনপেমেন্ট করতে হবে।
যে যে শর্ত অনুযায়ী আমরা সহজ কিস্তি সেবা দিয়ে থাকি
সাধারনত দুইটি শ্রেনীর গ্রাহকের জন্য এখনো পর্যন্ত আমরা এই সুবিধা চালু করতে পেরেছি। প্রথমত ব্যাবসায়ীক, দ্বিতীয়ত চাকুরীজীবীগন। আমাদের ফ্রীল্যান্সার, প্রবাসী, বাড়িওয়ালা (যারা ভাড়াটিয়াদের থেকে মাসিক ভাড়া পান) গ্রাহকদের জন্য এই সেবা প্রদান লক্ষে কাজ করে যাচ্ছি পরবর্তীতে তাদের জন্যও এই সেবা চালু করা হবে ইনশাল্লাহ্। আপনি যদি চাকুরিজীবী হন সেক্ষেত্রে আপনার সেলারি সর্বোনিম্ন বিশহাজার টাকা হতে হবে। আপনার সেলারি অবশ্যই যেকোনো একটা ব্যাংকের মাধ্যমে পেতে হবে। উক্ত ব্যাংক একাউন্টে গত তিন মাসের স্টেটমেন্ট লাগবে। আরও কিছু ডকুমেন্টস্ লাগবে। যেমনঃ
১. ছবি ২. জাতীয় পরিচয় পত্র ৩. অফিস আইডি ৪. স্যালারি সার্টিফিকেট ৫. স্যালারি ন্যুনতম ২০ হাজার + হতে হবে ৬. ক্যাশ পেমেন্ট স্যালারি গ্রহণযোগ্য হবে না ৭. সর্বশেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট ৮. চেক পাতার ছবি ৯. রেফারেন্স NID ও ফোন নম্বর
ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তঃ
১. ছবি
২. জাতীয় পরিচয় পত্র
৩. ট্রেড লাইসেন্স
৪. টিন সার্টিফিকেট অথবা ট্যাক্স টোকেন
৫. এক বছরের বিজনেস ব্যাংক স্টেটমেন্ট
৬. ৩৫ লক্ষ ট্রানজেকশন হতে হবে
৭. এক বছরের পারসোনাল ব্যাংক স্টেটমেন্ট
৮. ইউটিলিটি বিলের ছবি
৯. চেক পাতার ছবি
উক্ত সেবা পেতে লিংকে ক্লিক করে ফর্মটি পূরণ করুনঃ গুগোলফর্ম লিংক https://docs.google.com/forms/d/e/1FAIpQLSevR2I3hbE7J4RlfHd7Chx4s0v6rgzSjeAOydKQl_ASmNEArQ/viewform